logo
slogan
logo


Card image cap

বন্যার্তদের সহায়তায় আমরা চান্দিনা যুবকল্যাণ সমিতির পক্ষ থেকে একটা ফান্ড কালেকশন:-

আস সালামু আলাইকুম,

প্রিয় ভাইয়েরা,

দেশের আকস্মিক বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মনে করি।

বন্যার্তদের সহায়তায় আমরা চান্দিনা যুবকল্যাণ সমিতির পক্ষ থেকে একটা ফান্ড কালেকশন করে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই।

আমাদের চান্দিনা উপজেলার কিছু কিছু গ্রামেও পানি প্রচুর পরিমাণে বাড়ছে এবং অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

এদের পাশে দাঁড়াতে আমরা সবাই এগিয়ে আসি।

সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,আমাদের সংগঠন এর কোষাধ্যক্ষ মো: সাদেকুর রহমান এর বিকাশ নাম্বারে ফান্ড পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো। 

বিকাশ নাম্বার - 01558-985384


অনুরোধক্রমে 

সভাপতি 

ডা. এ এইচ এম জাকির হোসেন সিকদার 

চান্দিনা যুবকল্যাণ সমিতি, ঢাকা


এস এম রেজাউল করিম

সাধারন সম্পাদক

চান্দিনা যুব কল্যাণ সমিতি, ঢাকা